করোনাকালীন সময়ে সরকারী নির্দেশনা মোতাবেক যশোর সেনানিবাসের সেনা সদস্যদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহত্তর যশোর অঞ্চলের ১০টি জেলায় নিয়মিত টহলের পাশাপাশি মার্কেট/শপিং মল, হাট-বাজার ও অন্যান্য জনসমাগম স্থানগুলোতে সচেতনতামূলক প্রচারণা, দুস্থ-অসহায়দের মধ্যে ত্রাণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিং, অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া এবং বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা ।