ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
ডেঙ্গু প্রতিরোধে বালিয়াকান্দিতে জনসচেতনতামূলক র‌্যালী
  • সোহেল মিয়া
  • ২০২৩-০৯-১১ ১৫:২১:২৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী করেছে ওয়ালটন।   

 ‘মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে গতকাল ১১ই সেপ্টেম্বর দুপুরে ওয়ালটনের বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   ওয়ালটন বালিয়াকান্দি শাখার ম্যানেজার সজল আহমেদ  জানান, বর্তমান সময়ে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরই মধ্যে মৃত্যুবরণ করেছে। ওয়ালটন চায় আর একটি মানুষও যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয়।

 র‌্যালী শেষে ওয়ালটনের কর্মকর্তারা বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে কি করতে হবে সে বিষয়ে আলোচনা করেন। পরে তারা বিদ্যালয়ের চারপাশ পরিস্কার করেন।

 এ সময় বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, ওয়ালটনের সহকারী সিনিয়র কর্মকর্তা মিলন মিয়া, কর্মকর্তা রুবেল মিয়া ও জুনিয়র কর্মকর্তা মাহমুদুল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ