ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশা উপজেলায় কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজসহ কৃষি উপকরণ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৯-১৩ ১৫:৩০:১৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল-আমিন হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, ৪০জন কৃষকের মাঝে প্রত্যেকের ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী কৃষি প্রণোদনা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ