ঢাকা শনিবার, নভেম্বর ২২, ২০২৫
কালুখালীতে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা
  • ফজলুল হক
  • ২০২৩-০৯-১৪ ১৫:১০:৪৪

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ১৪ই সেপ্টেম্বর সকালে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে সভায় কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত অঞ্জলি রানী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

 সভায় উপজেলার ৭টি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব ক্লাবের কার্যক্রম বেগবান করাসহ বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন।

 

গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
তারেক রহমানের জন্মদিনে রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সজ্জনকান্দা কাহাড়পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ