ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ৯জনের দেহে করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-২৯৭৮
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-১৯ ১৪:১১:০৮
রাজবাড়ী জেলায় একদিনে আরও ৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় একদিনে আরও ৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৭৮ জনে।  
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১৯শে সেপ্টেম্বর জেলার আরও ৫৭জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১৬ই সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। 
  নতুন যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন-রাজবাড়ী সদর উপজেলার জুয়েল(৩৫), আলেকজান(৭০), এলিয়েন মিয়া(৪৫), সুমন খান(১৪), নাসিরুল্লাহ(২৯), অতুল(৫২), ইছাক মৃধা(৭৫), রাবেয়া(৬৫) ও মোকছেদ(৬৫) এবং পাংশা উপজেলার আব্দুর রশিদ(৫০), আঃ ছাত্তার বিশ্বাস(৬৫) ও জনাব মন্ডল(৬০)।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ