ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
বালিয়াকান্দিতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৬-০২ ১৬:০১:২৮

উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, নতুন নতুন জাতের সম্প্রসারণ, কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধিসহ কীটনাশকের ব্যবহার কমানো ও চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির লক্ষ্য নিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২রা জুন দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
 এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মানেবেন্দ্র মজুমদার ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, খামারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ