অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি পেল রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের ৬জন কৃতি শিক্ষার্থী।
গতকাল ৩০শে জুলাই দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম(এসইডিপি)-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এই কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট ও সনদপত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোছাঃ খাদিজা আক্তার, মোছাঃ স্বর্ণা আক্তার, মোঃ বিল্লাল হোসেন, হৃদয় শিকদার, মোছাঃ কাজল আক্তার ও মোছাঃ রিয়া আক্তার হাতে এই সম্মাননা তুলে দেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ৩১ জন কৃতি শিক্ষার্থীকে এসইডিপি প্রকল্পের আওতায় এককালীন ১০ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থসহায়তা দেওয়া হয়। তাদের মধ্যেই চন্দনী কলেজের এই ৬ জন শিক্ষার্থী রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ।
চন্দনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাফরোজা খাতুন বলেন, “এই অর্জন আমাদের কলেজের জন্য গর্বের। শিক্ষার্থীদের এই সফলতা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এটি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।”
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসিফ মাহমুদ বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে।”
চন্দনী কলেজের এই সাফল্য রাজবাড়ীর শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।