ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রাজবাড়ীতে বিভিন্ন দাবীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-৩০ ১৫:২৪:৫৬

বিভিন্ন দাবীতে গতকাল ৩০শে জুলাই বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখা।
 বিক্ষোভ ও সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু, প্রচার সম্পাদক জামাল ও সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 
 এ সময় সংগঠনের সদস্য আবুল কালাম, চুন্নু মোল্লা, মঞ্জু শেখ ও তারেক খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
 সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী যুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর, চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশ যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। 
 বক্তারা বাংলাদেশকে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন-সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।

 

রাজবাড়ীতে ৩১জন কৃতি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
রাজবাড়ীতে মাছরাঙা টিভি’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 ঢাকায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ