রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ৩০শে জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় গোয়ালন্দ ঘাট থানার এসআই(সেকেন্ড অফিসার) মোঃ মাহাবুব আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ কবির হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণ, মহাসড়কে খোলা গাড়ীতে বালু বা মাটি পরিবহন বন্ধে ব্যবস্থা গ্রহণ, উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর বা নদী থেকে যে কেউ ড্রেজিং করে মাটি ও বালু বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া, মাদক নির্মূলে কঠোর, চুরি, বাল্য বিবাহ রোধকল্পে করণীয়, মাদক নির্মূলে ব্যবস্থা নেওয়া, ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়ক ধ্বসে পড়া মেরামতসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।