ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রাজবাড়ীতে মাছরাঙা টিভি’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-৩০ ১৫:২৯:২৬

রাজবাড়ীতে বেসরকারী চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 গতকাল ৩০শে জুলাই সকালে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের আয়োজনে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে এবং বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
 রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাকের সভাপতি অধ্যাপক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাসির, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু মুসা বিশ্বাস ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
 এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সভাপতি হেলাল মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহ স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
 আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত বছরগুলোতে মাছরাঙা টিভি তাদের সংবাদ পরিবেশনার মাধ্যমে সাধারণ জনগণের মনের মনিকোঠায় অবস্থান করেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম এক সাহসী ও নির্ভীক সাংবাদিক। আগামীতে সে যেন আরও ভালো সংবাদ আমাদের মাঝে তুলে ধরতে পারে সেই প্রত্যাশা কামনা করি। 
 আলোচনা সভা শেষে অতিথিরা শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন করেন।

 

রাজবাড়ীতে ৩১জন কৃতি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
রাজবাড়ীতে মাছরাঙা টিভি’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 ঢাকায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ