ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-০৫ ০৩:২৮:৫৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার গতকাল ৪ঠা অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম ও গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ