ঢাকা বুধবার, মে ১, ২০২৪
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মূল্যায়নে জেলার মধ্যে প্রথম স্থান অধিকারী
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-০৯ ১৫:২৫:১৬

 জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মূল্যায়নে রাজবাড়ী জেলার মধ্যে প্রথম স্থান অধিকারী পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খানকে গতকাল ৮ই অক্টোবর নিজ দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
 জানা যায়, এ বছর জন্ম নিবন্ধন কার্যক্রমে সরকারের কাঙ্খিত শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়েছে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদ। এলক্ষ্যে মূল্যায়নে হাবাসপুর ইউনিয়ন পরিষদ প্রথম স্থান, গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান ও রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ তৃতীয় স্থান অধিকার করেছে।
 গত ৬ই অক্টোবর রাজবাড়ীতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খানসহ উল্লেখিত ইউপি চেয়ারম্যানদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার তুলে দেন।
 এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মূল্যায়নে রাজবাড়ী জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় গতকাল ৮ই অক্টোবর দুপুর দেড়টার দিকে নিজ দপ্তরে হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাফল্যের ধারা অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন।
 হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ সরকারী সকল ধরনের কার্যক্রম স্বচ্ছতার সাথে শতভাগ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 এ সময় মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।  

 

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ