ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
গোয়ালন্দে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার কার্যক্রম উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৫ ১৭:০০:৩৮

 “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা পর্যায়ে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে।
 গতকাল ১৫ই অক্টোবর বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকার কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ রুহুল আমিন ও বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেবজিত কুমার দাসসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সচেতনতা বাড়ানোর প্রক্রিয়াকে আরও জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছে সরকার। বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচীর সফলতার ক্রমধারায় প্রাণঘাতী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রমের আওতায় গোয়ালন্দ উপজেলার ১০-১৪ বছর পর্যন্ত ৬ হাজার ৭৭৩ জন কিশোরীকে এ টিকা দেয়া হবে।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ