ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে ৫২৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১০-১৮ ১৫:৫৯:২১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৮ই অক্টোবর দুপুরে ৫ হাজার ২৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
 উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
 কৃষি সম্প্রসারণ অফিসার হাসানুজ্জামান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
 উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের ৫২৮০ কৃষকের মাঝে ২০২৩-২৪ সালের প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারীর ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়।
 প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১ কেজি করে বীজ বিতরণ করা হয়

 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ