ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৯ ১৬:০৮:৩৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গত ১৮ই অক্টোবর সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

 এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়ালন্দ ঘাট থানা পুলিশসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্যরা শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

এরপর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটির জাতীয় অনুষ্ঠান সম্প্রচার শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ও অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মামুনুর রাশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা,  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক নাসরিন আক্তার ইতি ও রফিকুল ইসলাম।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ