ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
পাংশার সত্যজিতপুরে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের দাফন সম্পন্ন
  • মোক্তার হাসেন
  • ২০২৩-১০-২৩ ০৫:২০:১৩

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভাধীন সত্যজিৎপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেন(৭৭) এর দাফন গতকাল ২২শে অক্টোবর দুপুরে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। 

 গত শনিবার দিনগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।

 গতকাল দুপুর পৌনে ১২টার দিকে পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের মৃত্যুজনিত গার্ড অব অনার অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার পরিচালনা করেন পাংশা থানার এসআই সালাউদ্দিন। গার্ড অব অনার অনুষ্ঠানের আগে পাংশা উপজেলা প্রশাসন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সেনা বাহিনীর ৫৫ ডিভিশনের সিনিয়র অফিসার ওয়াছি উল্লাহ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আকামত আলী বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 গার্ড অব অনার অনুষ্ঠানের কার্যক্রম শেষে পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ অংশ গ্রহণ করেন।

 জানাযা শেষে পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোকারম হোসেনের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ ডিভিশনের সিনিয়র অফিসার ওয়াছি উল্লাহ’র নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সামরিক মর্যাদায় সালাম প্রদানসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করেন।

 বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পুত্র আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হোসেন মাস্টার, আব্দুস সালাম ও আলমগীর হোসেন পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ