ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কালুখালীতে শান্তিপূর্ণভাবে দুর্গা প্রতীমা বিসর্জন
  • ফজলুল হক
  • ২০২৩-১০-২৫ ১১:৫২:০৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে গতকাল ২৪শে অক্টোবর সন্ধ্যায় প্রতীমা বিসর্জন দেওয়া হয়েছে। 

 এ বছরে কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

 প্রতীমা বিসর্জনের পূর্বে আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন ও  কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রান বন্ধু চন্দ্র বিশ্বাস বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 বিজয় দশমীর সন্ধ্যার পর উপজেলার সবকটি প্রতীমা বিসর্জন হলেও বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা কোমরপুর কর্মকার বাড়ীর মন্দিরে প্রতীমা আনুষ্ঠানিক ভাবে বিসর্জন হলেও মন্দিরে রেখে দেওয়া হয়।

 উল্লেখ্য, কালুখালী থানা সংলগ্ন চন্দনা নদীতে রতনদিয়া বাজার মন্দির, রতনদিয়া সার্বজনীন মন্দির ও রতনদিয়া দিলীপ হালদারের বাড়ীর পূজা মন্দিরের প্রতীমাসহ বেশ কয়েকটি মন্দিরের প্রতিমা একত্রিত করে বিসর্জন করা হয়। 

 এ সময় কালুখালী থানার ওসি(তদন্ত) মোঃ আঃ গণি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রনজয় কুমার বসু, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, মানিক দাস, শিব রঞ্জন চক্রবর্তী, সন্তোষ সাহা ও শান্তি রঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ