ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বালিয়াকান্দিতে বিএনপির অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১০-২৯ ১৭:১৫:৪০

রাজধানী ঢাকায় আন্দোলনের নামে বিএনপির আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে গতকাল ২৯শে অক্টোবর রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। 
 বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াকান্দি কলেজের সাবেক জিএস আলমগীর বিশ্বাস আলম, যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু প্রমুখ বক্তব্য রাখেন।
 বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ