ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীতে ঔষধ ও কসমেটিকস্ আইন বিষয়ক অবহিতকরণ সভা
  • ফজলুল হক
  • ২০২৩-১১-০৯ ১৬:৩০:৫৪

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে ফরিদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকালে বাংলাদেশ হাট মোড় এলাকায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি প্রতিরোধ এবং ঔষধ কসমেটিকস্ আইন ২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা বক্তব্য রাখেন।
 বাংলাদেশ কেমিস্টি এন্ড ড্রাগিস্ট সমিতি কালুখালী উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ ডালিম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সালেহা সামাদ হাসপাতালের পরিচালক ডাঃ আবু হোসাইন, বোয়ালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবু অপূর্ব কুমার বিশ্বাস, মোঃ বাদশা, মোঃ আব্দুর রব ও অরুণ কুমার বক্তব্য রাখেন।
 আয়োজিত অনুষ্ঠানে সমিতির উপজেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। 

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ