ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
মৃগীতে নৌকার প্রার্থীকে সংবর্ধনা যাওয়ার নিয়ে সংঘর্ষে আহত-৮
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১১-২৮ ১৪:১৩:২০

রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে সংবর্ধনায় যাওয়ার পধে থাক্কা লাগা নিয়ে গতকাল ২৮শে নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কালুখালী উপজেলার মৃগী বাজারে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ অন্ততঃ ৮জন আহত হয়েছে।

 আহত কালুখালী মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিনকে কালুখালী হাসপাতালে, মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল ইসলাম ও মৃগী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বারসহ অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

 গুরুতর আহত মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম বলেন, বর্তমান এমপি জিল্লুল হাকিম নৌকার মনোনয়ন পত্র নিয়ে আজ এলাকায় আসেন। দুপুরে কালুখালী বঙ্গবন্ধু চত্বরে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মোটর সাইকেল শোডাউন নিয়ে আসার সময় চেয়ারম্যান মতিন গ্রুপের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম.এ মতিনসহ তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে ইউপি সদস্য শরিফুল ইসলামের ঘরে হামলা চালায়। তখন বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। পরে চেয়ারম্যান গ্রুপ পিছু হটতে বাধ্য হয়।

 বিষয়টি নিয়ে জানতে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

 কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ