রাজবাড়ী জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল ২১শে ডিসেম্বর সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলার চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসর জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা গিয়াস, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম মিয়া, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা গিয়াস তার বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনান। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ-তিতিক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য সকলকে কাজ করতে হবে।