ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালী উপজেলার সালেহা সামাদ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-১২-২১ ১৪:২৪:১৭

কালুখালী উপজেলার সালেহা সামাদ হাসপাতালের ১০তম বর্ষে পদার্পন করায় গতকাল ২১শে ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

 ফ্রি ক্যাম্প অনুষ্ঠানে হাসপাতালের মালিক ডাঃ এস এম আবু হোসাইন স্বাগত বক্তব্য রাখেন।

 এ সময় উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজীবন(বছরে একবার) ফ্রি মেডিকেল চেকআপের জন্য হেলথ কার্ড বিতরণ করা হয়। 

 ফ্রি ক্যাম্প অনুষ্ঠানে কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা সহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন। 

 ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ হাসপাতালে রোগী দেখেন প্রফেসর ডাঃ আব্দুর রহমান, ডাঃ আল-আমিন, ডাঃ রাহাত খান নাবিল ও ডাঃ মোঃ ইমরুল ইসলাম।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ