ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দে এ্যাডভোকেসি সভা ও স্মারকলিপি প্রদান
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১২-২১ ১৪:২৫:৪৬

 হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিকস ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীর চর্চা, কায়িক পরিশ্রম ও হাঁটার পরিবেশ নিশ্চিতে গতকাল ২১শে ডিসেম্বর গোয়ালন্দ পৌরসভার হল রুমে সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স, সিটিজেন নেটওয়ার্ক ও ডাস বাংলাদেশের উদ্যোগে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলম খান, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের সেখ, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব ও ডাস্ বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 সভা শেষে  গোয়ালন্দ পৌরসভার মেয়র  নজরুল ইসলাম  মন্ডলের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরে মেয়র নজরুল ইসলাম মন্ডল পুকুর ও পার্ক পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ও খুব দ্রুতই একটি ওয়ার্কিংওয়ে পৌরসভার উদ্যোগে তৈরী করা হবে বলে কমিটিকে নিশ্চিত করেন।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ