দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলাতে ভোট গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে গোয়ালন্দ উপজেলা নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।
গতকাল ৭ই জানুয়ারী বিকাল ৫টায় গোয়ালন্দ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এ ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী ২৫ হাজার ৯৩৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমদাদুল হক বিশ্বাস(ট্রাক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৪০২ পেয়েছেন।
এছাড়াও এ উপজেলায় তৃণমূল বিএনপির প্রার্থী ডি এম মজিবর রহমান(সোনালী আঁশ) প্রতীক পেয়েছেন ৪৪২টি ভোট, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান(লাঙ্গল) প্রতীক ৩২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আঃ মান্নান মুসল্লী(ঢেঁকি) পেয়েছেন ২৩৫টি ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার(ঈগল) প্রতীক পেয়েছেন ১১৭ টি ভোট।
দিনব্যাপী ভোট গ্রহণ শেষে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ৪১ হাজার ৪৫১টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৬৪ এবং প্রদত্ত ভোটের সংখ্যা ৪২ হাজার ১১৫টি।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি বুথ করা হয়। এ আসনের গোয়ালন্দ উপজেলাতে ৪১জন প্রিজাইডিং কর্মকর্তা, ২২৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৪৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলার মোট ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ৫৬৬ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৯৯৪জন।
ফলাফল ঘোষণা সম্পর্কে গোয়ালন্দ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গোয়ালন্দে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ, অবাধ সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।