ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ কাজ উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-২৯ ১৫:৩৪:২৩
রাজবাড়ী পুলিশ লাইন থেকে কোলারহাট জিসি ভায়া মূলঘর পর্যন্ত সড়ক প্রশস্ত ও শক্তিশালী করণের কাজ গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে শহরের পুলিশ লাইন মোড়ে ফলক উম্মোচনের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পুলিশ লাইন থেকে কোলারহাট জিসি ভায়া মূলঘর পর্যন্ত ১২.৩১৫ কিলো মিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালী করণের কাজ উদ্বোধন করা হয়েছে। 
  গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে শহরের পুলিশ লাইন মোড়ে ফলক উম্মোচনের মধ্য দিয়ে সড়কটির উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
  ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আওয়ামীলীগ নেতা এস এম নওয়াব আলী ও আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান বক্তব্য রাখেন।
  এ সময় সদর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাশেম বিশ^াস, মূলঘর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুসুল্লী, বসন্তপুর ইউপি চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  প্রসঙ্গত, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ কোটি ৭লক্ষ টাকা চুক্তিমূল্যে মাদারীপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান হামিম এন্ড মিজান সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করবেন। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ