ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বহরপুরে সরিষা কেটে বিনষ্ট করায় থানায় অভিযোগ
  • আশিকুর রহমান
  • ২০২৪-০১-০৮ ১৩:৫৭:১৫

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাঁচুরিয়া গ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর ৯ শতাংশ জমির সরিষা কেটে বিনষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

 এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ বুলু সেখ(৪৩) বাদী হয়ে গত ৫ই জানুয়ারী বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 ভুক্তভোগী বুলু সেখ উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের মৃত হযরত আলী সেখের ছেলে।

 বুলু সেখ জানান, স্বর্ণ ব্যবসার পাশাপাশি তিনি কৃষি কাজও করেন। বহরপুর ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের রবি দত্তের সঙ্গে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে গত ৪ই জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে রবি দত্ত নিজের দুই ছেলে রাজু দত্ত ও রানা দত্তকে সঙ্গে নিয়ে তার ৯ শতাংশ জমির সরিষা কেটে বিনষ্ট করে ফেলে। এতে তার ১০হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ