ঢাকা রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম আবু সাঈদসহ ২জন গ্রেপ্তার॥আদালতে স্বীকারোক্তি
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৯-১১ ১৫:৪২:১১

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ (৪৫)কে গত ১০ই সেপ্টেম্বর দিনগত রাতে ফরিদপুর হতে গ্রেফতার করেছে।
 গ্রেফতারকৃত আবু সাঈদ গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের আঃ জলিল শেখের ছেলে। 
 এছাড়া একই মামলায় পুলিশ রাজধানী ঢাকার নাখালপাড়া এলাকা হতে একই দিন রাতে রাসেল শেখ(২৪) নামে অপর এক যুবককে গ্রেফতার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের ছেলে।
 গতকাল ১১ই সেপ্টেম্বর দুপুরে গ্রেফতারকৃত ২জন আসামীকে রাজবাড়ীর আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 
 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। 
 উল্লেখ্য, গত ৫ই সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলের বাড়ী ও দরবারে হামলা চালায়। এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলের এক ভক্ত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে জনতার হামলায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে দ্বিতীয় দফায় সেখানেও হামলাকারীরা তাকে মারপিট করে। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
 কবর থেকে নুরাল পাগলের লাশ তুলে নিয়ে পোড়ানো, রাসেল হত্যাকান্ড, হামলা, ভাংচুর লুণ্ঠনের ঘটনায় নিহত রাসেলের পিতা আজাদ মোল্লা বাদী হয়ে ৪হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪জন আসামীকে গ্রেফতার করেছে।

 রাজবাড়ী-২ আসনের হাত পাখার প্রার্থীর মোটর সাইকেল শোডাউন
দৌলতদিয়া থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওসমান র‌্যাব কর্তৃক গ্রেপ্তার
গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
সর্বশেষ সংবাদ