প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন ফারাক্কা নামের একটা বাঁধ আমাদের দেশের নদীগুলোকে হত্যা করেছে। আমাদের নদীগুলোকে শেষ করে দিয়েছে। জীববৈচিত্র, কৃষি ও নদী ভাঙ্গনের ফলে মানুষের আবাসস্থল আজ হুমকির মুখে পড়েছে। শুধু সেটাই নয় এর কারণে আমাদের দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অনেক জেলা ভবিষ্যতে মরুভূমিতে পরিনত হওয়ার উপক্রম দেখা দিয়েছে।
গতকাল ২২শে নভেম্বর রাজবাড়ী শহরের পান্না চত্বরের রাজবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং বাংলাদেশের সম্ভাবনা’ ও কেমন রাজবাড়ী চাই- ‘আলোকিত রাজবাড়ী’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, ১৯৭৬ সালের ১৬ই মে ফারাক্কা অভিমুখে লং মার্চসহ বিভিন্ন সময়ে এই পদ্মার পানির ন্যায্য অধিকার নিয়ে আলোচনা ও আন্দোলন হলেও কোন কিছুতে কোন কাজ হয়নি। সবসময়ই আমাদেও পাশর্^বর্তী প্রতিবেশী ভারত তাদের ইচ্ছামত আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং এখন আমাদের একটি টেকসই সমাধান চাই। যাতে আমরা আমাদের এই ফারাক্কার ক্ষতি পুষিয়ে নিয়ে নিজেদেরকে বর্তমান ও ভবিষ্যতের ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। সেই বিকল্প পদক্ষেপ হচ্ছে রাজবাড়ী জেলার পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ। আমরা অচিরেই এই অঞ্চলের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে হাবাসপুর অভিমুখে লং মার্চ করবো। ফারাক্কা লং মার্চের বহু বছর পর আমরা এমন এক লং মার্চ করবো যেখানে সমগ্র অঞ্চলের লাখো মানুষ থাকবে। এই লং মার্চের মাধ্যমে আমরা রাষ্ট্রকে বাধ্য করবো আমাদের এই মহাবিপদ পানির সমস্যার হাত থেকে রক্ষা করতে।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার সাথে আমরা পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে কথা বলেছি। আপনাদের আশ্বস্ত হবার জন্য বলছি, প্রধান উপদেষ্টা বিষয়ে অত্যান্ত আগ্রহ দেখিয়েছেন। আমরা সবাই জানি আগামীর যুদ্ধ হবে পানি নিয়ে, এটা গবেষণা বলছে। পানি আগামীতে সংকটের বিষয় হবে। মাননীয় প্রধান উপদেষ্টা খ্যাতিমান একজন মানুষ। তিনি মানুষের সমস্যা ও সংকট নিয়ে কাজ করেছেন গোটা জীবন। তিনি বলেছেন তার কাছে এই প্রকল্পের ও এই ব্যারেজের গুরুত্ব অপরিসীম। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার এই উপলব্ধি করেছেন, সেহেতু আমরা আশা করছি তিনি যতদিন এই দায়িত্বে আছেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ অগ্রগতির ধাপে চলে যাবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সমীক্ষায় দেখা গেছে পদ্মা ব্যারেজ তৈরি করতে ৭ বছর লাগবে। ফারাক্কা তৈরি করতে লেখেছিলো ১৪ বছর। সুতরাং এটা একাধিক সরকারের দায়িত্বের মধ্যে এ কাজটা পড়বে। এটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এই আন্দোলনকে দিন দিন জোরদার করতে হবে। আমি বিশ্বাস করি প্রতিদিন, প্রতি মুহুর্তে এই আন্দোলনে মানুষের সম্পৃক্ততা বাড়বে।
সেমিনারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি ও ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেমিনারে জেলার জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


