ঢাকা রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
আজ অবসরে যাচ্ছেন বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ পারভেজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-২২ ১৪:৩০:৫৯

 দীর্ঘ ৩২ বছর চাকুরী জীবন শেষ করে আজ ২৩শে নভেম্বর অবসরে যাচ্ছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ নেওয়াজ পারভেজ। গত ২০শে নভেম্বরতাকে বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে বিদায় জানানো হয়।
 জানা গেছে, শাহনেওয়াজ পারভেজ রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকার মরহুম মিয়া মোঃ কায়েম উদ্দিন ও মোছাঃ আয়েশা খাতুনের সুযোগ্য ছেলে। শাহনেওয়াজ পারভেজের বাবা মরহুম মিয়া মোঃ কায়েম উদ্দিন ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ। শাহনেওয়াজ পারভেজ শিক্ষা জীবনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ অনার্স ও মাস্টার্স শেষ করেন।  এরপর ১৯৯৭ সালের ৩রা এপ্রিল তিনি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে প্রভাষক পদে চাকুরীতে যোগদান করেন। ২০০৯ সালের ৮ই জুন তিনি সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৩ সালের ১৩ই মে তিনি সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। এরপর ২০২৪ সালের ১২ই ডিসেম্বর তিনি অধ্যাপক পদে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে তিনি ২০২৫ সালের ৪ই মার্চ বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি গত ২০শে নভেম্বর তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আজ ২৩শে নভেম্বর তার চাকুরী জীবনের শেষ কর্মদিবস। তিনি ১৯৬৬ সালের ২৪শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রতিটি ট্রেনিং এ মেধা তালিকায় অবস্থান এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
 প্রফেসর শাহনেওয়াজ পারভেজের স্ত্রী মোসাঃ সাঈদা ইয়াসমীন ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক। শাহনেওয়াজ পারভেজের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সামীন ইয়াসার তরঙ্গ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে(বুয়েট) এমফিল করেছে। মেয়ে মাঈশা অথই এইচএসসিতে পড়ালেখা করে।
 এর আগে গত ২০শে নভেম্বর অধ্যক্ষ শাহনেওয়াজ পারভেজের অবসর উপলক্ষে তার প্রিয় বিদ্যাপীঠ বালিয়াকান্দি সরকারি কলেজ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ দিনে কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় শিক্ষানুরাগী ও জনপ্রিয় ব্যক্তিত্ব বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ নেওয়াজ পারভেজকে। ওই দিন তার সাবেক কর্মস্থল সরকারি কলেজের আদর্শ মহিলা কলেজের শিক্ষকরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে বালিয়াকান্দি সরকারি কলেজে আসেন। পরে তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে (টম টম) ২০ কিঃ মিঃ ঘুড়িয়ে তার সহকর্মীরা বাড়িতে পৌঁছে দেন।
 সংবর্ধনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অধ্যাপক শাহ নেওয়াজ পারভেজকে বিদায় জানানোর এই অভিনব পদ্ধতি। মঞ্চের অনুষ্ঠান শেষে তাকে ফুল ও রিবন দিয়ে সজ্জিত ও লাল গালিচায় ছাত্রীদের স্যালুটের মাধ্যমে ঘোড়ার টমটম গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়। গাড়ির সামনে ও পেছনে ছাত্র-ছাত্রীরা সুশৃঙ্খলভাবে হেঁটে যান এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে করতালি দেন। শিক্ষক জীবনের শেষ দিনে এমন ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় পেয়ে অধ্যাপক পারভেজ আবেগাপ্লুত হয়ে পড়েন। তার বিদায় উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
‎‎ এদিন বিদায় অনুষ্ঠানে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সরকারি আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনসারী, ফরিদপুর ইয়াছিন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু জাফর শেখ, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ খান ছাড়াও তার প্রাক্তন কর্মস্থলের সহকর্মীরা, বালিয়াকান্দি কলেজের সহকর্মী, ছাত্র-ছাত্রী এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎‎ অধ্যাপক শাহ নেওয়াজ পারভেজ বলেন, আমি সত্যিই অভিভূত। ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের এমন আন্তরিক ভালোবাসা পেয়ে আমার শিক্ষক জীবনের সার্থকতা অনুভব করছি। এই ব্যতিক্রমী বিদায় আমার স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে।
‎‎ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ শাহ নেওয়াজ পারভেজের দীর্ঘ ও সফল কর্মজীবনের প্রশংসা করেন। তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের কাছে তার আন্তরিকতা, পড়ানোর ব্যতিক্রমী পদ্ধতি এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা অনেক শিক্ষার্থীর জীবনকে সমৃদ্ধ করেছে।

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ বাস্তবায়ন না হওয়া  পর্যন্ত এ অঞ্চলের মানুষকে আন্দোলন অব্য
ভারতের ফারাক্কা বাঁধ আমাদের দেশের নদীগুলো হত্যা করেছে-----মনির হায়দার
রাজবাড়ীতে ক্যান্টনমেন্ট না হওয়ার পেছনে অনেকের অনেক ষড়যন্ত্র ছিল------মতিউর রহমান
সর্বশেষ সংবাদ