ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতির নতুন সভাপতি রেজাউল ইসলাম-সেক্রেটারী রাশিদুল ইসলাম
  • প্রেস বিজ্ঞপ্তি
  • ২০২৪-০১-২১ ১৫:৪৮:৪৩

॥প্রেস বিজ্ঞপ্তি॥ ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতির এক সভা গত ২০শে জানুয়ারী এক চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২০২৫ সালের জন্য সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।
 রাজবাড়ী জেলা সমিতি, ঢাকার নতুন ২০২৪-২০২৫ মেয়াদী কমিটিতে মোহাম্মদ আবু হেনা(সাবেক প্রধান নির্বাচন কমিশনার)কে প্রধান উপদেষ্টা এবং মোঃ জিল্লুল হাকিম মন্ত্রী রেলপথ মন্ত্রণালয়, কাজী কেরামত আলী এমপি, প্রফেসর ডাঃ কে এম এইচ এস সিরাজুল হক ও এ্যাডভোকেট গরীব নেওয়াজকে কমিটির উপদেষ্টা করা হয়েছে।
 নতুন কমিটিতে সভাপতি পদে ড. শেখ মোহাঃ রেজাউল ইসলাম(অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম খাজা (ম্যানেজিং ডিরেক্টর, ক্রস লাইন নীট), সহ-সভাপতি এ্যাডভোকেট জোবায়দা পারভীন, (আইনজীবী-বাংলাদেশ সুপ্রীম কোর্ট), সহ-সভাপতি(পাংশা) মোহাম্মদ আব্দুল হামিদ,  সহ-সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম(অতিরিক্ত ডিআইজি), সহ-সভাপতি(সদর)আরিফুর রহমান টিপু(আহবায়ক, রাজবাড়ী সদর উপজেলা সমিতি, ঢাকা), সহ-সভাপতি(কালুখালী) অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান(প্রাক্তন অধ্যক্ষ, ইউনিভার্সিট ল্যাবরেটরি স্কুল), সহ-সভাপতি(গোয়ালন্দ) প্রকৌশলী মোহাম্মদ আব্দুল খালেক(মেরিন ইঞ্জিনিয়ার), সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম(অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসলাম উদ্দিন জোর্য়াদ্দার(প্রকৌশলী জাতীয় বাতজ্বর ইনিষ্টিটিউট), যুগ্ম সম্পাদক মোঃ মানিক গাজী(হিসাব রক্ষণ কর্মকর্তা, পি.আর.এল), যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইসতিয়াক জুয়েল(আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট), যুগ্ম সম্পাদক সাফায়াত হোসেন সবুজ(বাংলাদেশ সচিবালয়), যুগ্ম সম্পাদক(বালিয়াকান্দি) মিলন হোসেন(বিশিষ্ট ব্যবসায়ী), যুগ্ম সম্পাদক(মহিলা) ড. রীতা পারভীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন হীরা(সাবেক প্রথম শ্রেণীর ফুটবলার), প্রচার সম্পাদক নূর এ আলম পিয়ারু(প্রাইভেট চাকুরীজীবি), দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফিক(আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট), শিক্ষা-সাহিত্য, ধর্ম, প্রকাশনা সম্পাদক শাহীন হাসনাত(ভাইস প্রেসিডেন্ট, ঢাকা রিপোর্টার্স ইউনিটি), সাংকৃতিক সম্পাদক চন্দন কুমার সান্যাল(সিনিয়র এডিটর(মিউজিক ও সাউন্ড) একুশে টেলিভিশন), উন্নয়ন ও সমাজ কল্যাণ সম্পাদক খায়রুল মোমেন কাঞ্চন(ম্যানেজিং ডিরেক্টর, আরাফ ইন্টারন্যাশনাল), মহিলা সম্পাদিকা লায়লা নূর মিলু( সাবেক জাতীয় সাঁতারু এবং বর্তমান কোচ), সাহায্য ও পুনর্বাসন সম্পাদক এস.এম মনিরুজ্জামান রানা(পরিচালক, রাজবাড়ী জুট মিলস লিমিটেড), ছাত্র কল্যাণ সম্পাদক নিবেদিতা দাস(সহ-পরিচালক, শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়), ক্রীড়া সম্পাদক মাসুম করিম খান মিলন( সাবেক প্রথম শ্রেনীর ক্রিকেটার) এবং নির্বাহী সদস্য মোঃ আব্দুল লতিফ মোল্লা(যুগ্ম সচিব, বাংলাদেশ সচিবালয়), মাসুদুল ইসলাম মাসুদ( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মীর আব্দুর রহমান চঞ্চল(জাতীয় বাতজ্বর ইনস্টিটিউট), কাজী নাসিমুল গনি লিটু(বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী), রওশন আজাদ(বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ আব্দুল মান্নান(বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ কামরান হোসেন সোহাগ(সাবেক প্রথম শ্রেনীর ক্রিকেটার), মোঃ জাকির(চাকুরীজীবি), মনিরুজ্জামান মানিক(বিশিষ্ট ব্যবসায়ী), ড. এস.এম আজিজুর রহমান(অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ), এ্যাডভোকেট এরশাদ আহমেদ(বিশিষ্ট আইনজীবী) ও মোঃ আব্দুল মমিন শিকদার(বিশিষ্ট ব্যবসায়ী), বিশেষ নির্বাহী সদস্য(মহিলা) নূর ই আফরোজ দিলু(সাবেক জাতীয় সাঁতারু এবং বর্তমান কোচ), বিশেষ নির্বাহী সদস্য(কালুখালী) খান মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু(বিশিষ্ট ব্যবসায়ী), বিশেষ নির্বাহী সদস্য(বালিয়াকান্দি) শহিদুল ইসলাম রিপন(ব্যাংকার), বিশেষ নির্বাহী সদস্য(পাংশা) এ্যাডভোকেট তোফায়েল আহম্মেদ তোয়াহা(আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট), বিশেষ নির্বাহী সদস্য(গোয়ালন্দ) মোঃ জহিরুল হক লাভলু(জাতীয় জাদুঘর, ঢাকা) এবং বিশেষ নির্বাহী সদস্য(সদর) মোঃ মহিউদ্দিন মধু(ম্যানেজার আইডিয়া কমিউনিকেশন)।

ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে----বিএনপির মহাসচিব
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের আহবান
সর্বশেষ সংবাদ