ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দে বিজ্ঞান মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-২৫ ১৪:২৭:১১

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলায় গতকাল ২৫শে জানুয়ারী সকাল ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫তম বিজ্ঞান মেলা উপলক্ষ্যে বিজ্ঞান সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে ফিতা কেটে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিজ্ঞান সেমিনারে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। 

 আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

 এ সময় অন্যান্যদের মধ্যে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

 উদ্বোধন শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দরা বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। 

 জানা গেছে, গোয়ালন্দ উপজেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক স্টল প্রদর্শন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-সরকারী কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, প্রপার হাই স্কুল, জামতলা উচ্চ বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল, চৌধুরী আব্দুল হামিদ একাডেমী, ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ ও লোটাস কলেজিয়েট স্কুল। 

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ