ঢাকা শনিবার, নভেম্বর ২২, ২০২৫
পাংশায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-১৩ ১৪:৩৮:২৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা গতকাল ১৩ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালের সংশোধনীসহ) বাস্তবায়নের লক্ষ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন। 

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমানের উপস্থাপনায় সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, আরএমও ডাঃ মাহির মুহতাসিম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। 

 সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কল্পে জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ বাস্তবায়ন এবং তামাক চাষে নিরুৎসাহিতকরণ প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 
গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
তারেক রহমানের জন্মদিনে রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সজ্জনকান্দা কাহাড়পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ