ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পাংশায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-১৩ ১৪:৩৮:২৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা গতকাল ১৩ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালের সংশোধনীসহ) বাস্তবায়নের লক্ষ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন। 

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমানের উপস্থাপনায় সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, আরএমও ডাঃ মাহির মুহতাসিম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। 

 সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কল্পে জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ বাস্তবায়ন এবং তামাক চাষে নিরুৎসাহিতকরণ প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 
পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ