ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ সমাপ্ত
  • ভারত থেকে মেদিনীপুর আবুল হোসেন
  • ২০২৪-০২-১৭ ১৪:২৫:৩৭

 ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে গতকাল ১৭ই ফেব্রুয়ারী দিনগত রাতে ‘মওলা পাক’ হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী(আঃ) এর ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ নানা ইবাদতের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। 

 রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলীসহ বাংলাদেশ ও ভারতের কয়েকটি প্রদেশে হাজার হাজার মুরিদান ভক্ত এ ওরশ শরীফে যোগদান করে। 

 গত কয়েক দিন ধরে সড়ক ও রেলপথে হাজার হাজার মুরিদান ভক্ত মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত ওরস শরীফে যোগদান করেন। 

 মেদিনীপুর হুজুর পাকের দরবার সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে  হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম ও বড়পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের  সামশুল কাদের  হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী(আঃ) মশহুর নাম ‘মওলাপাক’ এঁর ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ। 

 উল্লেখ্য, এ বারের ওরশে যোগদানের জন্য ২৪টি কোচের বিশেষ আন্তঃদেশীয় ‘ওরশ স্পেশাল ট্রেন’ বাংলাদেশের রাজবাড়ী জেলা থেকে ২২৫৬ জন ওরশ যাত্রী নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর রেলওয়ে স্টেশনে গত ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার ভোরে এসে মেদিনীপুর রেলওয়ে স্টেশনে এসে পৌছায়।  

 দায়রা পাকে বর্তমান সজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী(মাঃ জিঃ আঃ) নতুন মুরিদানদের বায়াত প্রদান করেন।  

 রাজবাড়ী জেলা থেকে আসা মুরিদান শরীফুল ইসলাম  বলেন, দশ বছর ধরে বড় হুজুর পাকের পবিত্র ওরশ উপলক্ষে আসি। রাজবাড়ী জেলা থেকে গত ১২ই ফেব্রুয়ারী সড়ক পথে কোলকাতা হয়ে মেদিনীপুরে আসি মাজার জিয়ারত, দায়রা পাকে হাজিরা, নামাজ, জিকিরসহ নানা বন্দীগিরীর মধ্যে দিয়ে ওরশ শরীফ শেষ হলো। বরিবার ভোরে  সড়ক পথে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবো। 

 
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি
মহান মে দিবস আজ
প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ
সর্বশেষ সংবাদ