রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজির উদ্যোগে গতকাল ৯ই মার্চ দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয় গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সংবর্ধিত অতিথিরা হলেন মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের চৌধুরী, সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার বাবলু ও সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান। মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বদরুদ্দোজা চৌধুরী, মরহুম বশির উদ্দিন আহমদ, মরহুম হোসেন আলী সিকদার, মরহুম আফাজ উদ্দিন মন্ডল ও মরহুম আব্দুল কাদের সিকদার।
এছাড়াও প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ জেলার শ্রেষ্ঠ সরকারী শিক্ষক(প্রাথমিক) নির্বাচিত হওয়ায় মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা পারভীন ও জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক(প্রাথমিক) নির্বাচিত হওয়ায় মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজিনা খাতুনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও মিজানপুর ইউনিয়ন পরিষদের দুই বছর পূর্তি অনুষ্ঠানে সুনাম ও সফলতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সুবিধা প্রদান ও ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কাজ সুন্দরভাবে পরিচালনা করার ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্য এবং ইউনিয়নের সুশীল সমাজের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুক মিজিকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজির সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ মেহেদী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার খান, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু, বরাট পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন ও বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী বেগম বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্নি, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সহ-সভাপতি এনায়েতুল হাসনাইন রওশন ও সহ-সভাপতি নজের মওলা নজুু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস, সাবেক মেম্বার মোখলেসুর রহমান মাচেম, সূর্য্যনগর রেলগেট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বকুলুজ্জামান বকুল, মিজানপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য সুজন আহম্মেদ সুজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার কর প্রমুখ।