রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশ পুলিশ তাদের দৃঢ়চিত্তে স্মরণ করে। প্রতি বছর পুলিশ মেমোরিয়াল ডে তে বাংলাদেশ পুলিশ এইসব জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্বজনদের সম্মাননা প্রদান করেন। যাদের সন্তান, স্বামী, ভাই যারাই বাংলাদেশ পুলিশে ছিলেন অথবা যারা বাংলাদেশ পুলিশে আছেন তাদের ছোট্ট ছোট্ট অবদানের কারণে বাংলাদেশ পুলিশ কিন্তু আজকের জায়গায় পৌঁছেছে। আমি কৃতজ্ঞতিত্তে তা স্বীকার করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদের অবদানের কথা স্মরণ করি এবং স্মরণ করবো।
গতকাল ৯ই মার্চ সকালে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, আমরা জানি প্রিয়জন হারিয়ে আপনারা অনেক কষ্ট আছেন। যার আপনজন এই ভাবে প্রাণ বিসর্জন দেয়; এভাবে তাদেরকে ছেড়ে চলে যায় তারাই বোঝে সেটা কত কষ্টের। আমি শুধু এটুকুই বলবো আপনারা একা নয়, দেশের কাজ করতে গিয়ে আপনাদের যাদের স্বামী, সন্তান প্রিয়জনকে হারিয়েছেন আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের বলবেন যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেবা করার জন্য।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ মোমিনুল ইসলাম, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান খান, দায়িত্ব পালনকালে নিহত মোঃ বাচ্চু আলমের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম, নিহত কনস্টেবল রনির বাবা পিয়ার আলী স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
এ সময় সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসাইন, ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পালসহ কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্য, পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এরপর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কর্তব্যের তরে, করে গেলে যাঁরা,আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান এই স্লোগানকে সামনে রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারাদেশে একই যোগে যথাযোগ্য মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে। এ বছর রাজবাড়ী জেলার বাসিন্দা ১৫জন পুলিশ সদস্য যারা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করায় তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।