র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল ও ৪৫০ গ্রাম গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল ৫ই অক্টোবর ভোরে ও দুপুরে ফরিদপুরের মধুখালী রেলগেট ও কানাই বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর উত্তর পাড়া গ্রামের জাহিদুল খানের ছেলে বাপ্পী খান(২৩), চৌগাছা থানাধীন উত্তর কয়ার পাড়া গ্রামের ইব্রাহীম বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস(৩৩), মৃত জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলী(৪০), পানট্টিপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে বাবলু ইসলাম(৩০) এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটিকানাইপুর গ্রামের তাইজুদ্দিন খানের ছেলে বাদশা খান(৩২)। তাদের মধ্যে প্রথম ৪জনকে (বাপ্পী, সবুজ, জাহাঙ্গীর ও বাবলু) ভোরে মধুখালী রেলগেট সংলগ্ন মহাসড়কের উপর থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৫৬০৮) জব্দ করা হয়।
অপরদিকে বাদশা খানকে দুপুর আড়াইটার দিকে কানাইপুর বাজার এলাকা থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।