ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোপালপুরে তিন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে পুকুর খনন॥ক্ষুব্ধ কৃষকরা
  • আশিকুর রহমান
  • ২০২৪-০৩-২২ ১৬:২৬:৪৩
রাজবাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামে তিন ফসলি জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খনন করায় আশপাশের জমি হুমকির মুখে পড়ছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে তিন ফসলি জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। এতে আশপাশের জমি হুমকির মুখে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী জমি মালিকরা।
 গত ২১শে মার্চ পুকুর খনন বন্ধের দাবীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন পাশের জমির মালিক জালাল সিকদার।
 গতকাল ২২শে মার্চ সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী কৃষক জালাল সিকদার বলেন, গোপালপুর মৌজার বিএস ৫১৪ নম্বর দাগে একই গ্রামের ইউনুস আলী সরদারের ৩০ শতাংশ তিন ফসলি জমি রয়েছে। ওই দাগে আমারও চার শতাংশ জমি রয়েছে। এছাড়া পাশের দাগে আমার আরও ৩৪ শতাংশ জমিতে বাড়ী রয়েছে। এক সপ্তাহ আগে ইউনুস আলী সরদার তার জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে পুকুর খনন শুরু করে। আমরা আশপাশের জমির মালিকরা বাধা দিতে গেলে তারা আমাদের ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এখানে পুকুর খনন করা হলে আমার বাড়ীঘর সব ভেঙে পুকুরে বিলীন হয়ে যাবে। যে কারণে পুকুর খনন বন্ধের দাবীতে ভুক্তভোগীদের পক্ষে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবর লিখিত আবেদন করেছি।
 পাশের জমির আরেক মালিক কৃষক মুক্তার সরদার বলেন, যেখানে ড্রেজার দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে তার পাশের দাগেই আমার পাঁচ বিঘা তিন ফসলি জমি রয়েছে। এই জমিতে ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন ফসল উৎপাদন করি। এখানে পুকুর খনন করা হলে আমার জমি ভেঙে যাবে। আমি পুকুর খনন বন্ধের দাবী জানাই।
 সুজন মাহমুদ নামে আরেক ভুক্তভোগী বলেন, ইউনুস আলীর জমির ঠিক পাশেই আমার বাঁশ ঝাড় রয়েছে। এখানে পুকুর খনন করা হলে আমার বাঁশঝাড় পুকুরে বিলীন হয়ে যাবে। ইউনুসের এক ভাই পুলিশে ও এক ভাই সেনাবাহিনীতে চাকরি করে। ভাইদের দাপটে সে কোনকিছুর তোয়াক্কা না করে পুকুর খনন করছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার ভয় দেখায়। প্রশাসনের কাছে আমার দাবী, এখানে পুকুর খনন বন্ধ করা হোক।
 এ বিষয়ে ইউনুস আলী সরদার বলেন, আমি এখানে কোনো পুকুর খনন করছি না। আমি একটি বাড়ী নির্মাণ করছি। বাড়ীর জন্য কিছু মাটির প্রয়োজন। তাই নিজের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বাড়ী নির্মাণের কাজে লাগাচ্ছি।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম বলেন, তিন ফসলি জমি থেকে মাটি কেটে পুকুর খনন করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ