ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কালুখালী থানায় নবাগত ওসি মাসুদুর রহমানের যোগদান
  • মনির হোসেন
  • ২০২০-১০-০৬ ১৪:৪৪:২৭

রাজবাড়ী জেলার কালুখালী থানার নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ মাসুদুর রহমান। 
  গতকাল ৬ই অক্টোবর দুপুরে তিনি থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালনকারী পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 
  মোঃ মাসুদুর রহমান মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাসিন্দা। কালুখালী থানায় যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক(তদন্ত) পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে উপ-পরিদর্শক(এস.আই) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০১৮ সালে পরিদর্শক(ইন্সপেক্টর) পদে পদোন্নতি পান। এছাড়াও পেশাগত দক্ষতার জন্য তিনি ২বার ‘আইজিপি ব্যাজ’ পান। 
  এ প্রতিবেদকের সাথে আলাপকালে নবাগত ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, কালুখালী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি তিনি থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহসহ সকল প্রকার অপকর্ম রোধ করতে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। অন্যায়ের সাথে কখনোই কোন প্রকার আপোষ করবেন এবং তার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ