রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ৩রা এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতে স্ত্রী কর্তৃক যৌতুক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী হালিম শেখসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৪জন আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই দীপঙ্কর কুন্ডু, এএসআই মোঃ শহিদুল ইসলাম ও এএসআই মোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ উপজেলার যশাই ইউপির নিভাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী হালিম শেখকে গ্রেফতার করে। হালিম শেখ নিভাকৃষ্ণপুর গ্রামের আরমান শেখের ছেলে।
এছাড়া পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার নাচনা গ্রামের মোঃ সিরাজুল শেখ, নওপাড়া গ্রামের সাইদুল ইসলাম ও একই গ্রামের রবিউল ইসলামকে গ্রেফতার করে। তারা পৃথক জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
পাংশা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার তথ্য নিশ্চিত করেন।