ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
কালুখালী উপজেলাবাসীর প্রতি নবাগত ওসি’র খোলা চিঠি
  • মনির হোসেন
  • ২০২০-১০-০৯ ১৪:১৮:১২
কালুখালী থানার নবাগত ওসি মোঃ মাসুদুর রহমান -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাবাসীর প্রতি ‘খোলা চিঠি’ লিখে সহযোগিতা কামনা ও সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছেন কালুখালী থানার নবাগত ওসি মোঃ মাসুদুর রহমান। 

  গত ৮ই অক্টোবর সকালে থানার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এই খোলা চিঠিটি লিখেছেন। এতে উল্লেখ করা হয়েছে- প্রিয় কালুখালীবাসী, আসসালামু আলাইকুম। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। আশা করি সবাই ভালো আছেন। নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, মাদক, জঙ্গী, হত্যা ও ইভটিজিংসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণে কালুখালী থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক সেবন, মাদক বিক্রি, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও ধর্ষণসহ যে কোন ধরণের অপকর্ম এবং অপরাধের সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক কালুখালী থানা পুলিশকে প্রকাশ্যে বা গোপনে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কেউ অপরাধ করে পার পাবে না। অপরাধ করলে শাস্তি ভোগ করতেই হবে। কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। ধর্ষণ, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গী, হত্যাসহ কোন ধরণের ফৌজদারী অপরাধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হলে বা তথ্য গোপন করলে সংশিষ্ট পক্ষের বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার পুলিশ আপনার পাশে। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন। মনে রাখবেন পুলিশ আপনার বন্ধু, শত্রু নয়। জরুরী সেবা পেতে ৯৯৯ নম্বরে এবং কালুখালী থানা পুলিশের সহযোগিতা পেতে অফিসার ইনচার্জের ০১৩২০-১০১৪৭৩, পরিদর্শক (তদন্ত) এর ০১৩২০-১০১৪৭৪ ও ডিউটি অফিসারের ০১৩২০-১০১৪৭৮ নম্বরে কল করুন। 

 
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী পুলিশ সুপারের বাণী
 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ