ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মিজানপুরে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৪-২৫ ১৭:৫২:১৯

‘বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন’ এই শ্লোগানকে সামনে রেখে গত ২৪শে এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম বক্তব্য রাখেন। 
 মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজির সভাপতিত্বে উঠান বৈঠকে মিজানপুর ইউনিয়ন বিট অফিসার মোঃ কামরুল হাসান, সহকারী বিট অফিসার মোঃ সুজন শেখ, ইউপি সচিব সৈয়দ মেহেদী মাসুদ, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মিজানপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, মিজানপুর ইউপি সদস্য মোঃ শফি মন্ডল, শাজাহান প্রামানিক, রোকন খান, মোঃ কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রাশিদা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় গ্রাম পুলিশ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  
 উঠান বৈঠকে বক্তাগণ বিট এলাকায় সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ