ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বহরপুর ও সোনাপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকরের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-১৪ ১৬:২৮:৫৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও সোনাপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে গতকাল ১৪ই মে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ২৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। 

 জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারস্থ মুনমুন বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১৫ হাজার টাকা এবং সোনাপুর বাজারস্থ শাহী বিরিয়ানী হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ২হাজার টাকা ও মেসার্স রিয়াদ ড্রাগ হাউজকে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত ঔষধপণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ১০হাজার টাকা জরিমানা করা হয়। 

 এ বাজার তদারকি অভিযান শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ