রাজবাড়ী জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে গতকাল ১৫ই মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনে নিয়োজিত উপজেলা শুমারী সমন্বয়কারী(ইউসিসি) এবং জোনাল অফিসারগণের ২দিনব্যাপী প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ও জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।