ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
একই জমি দুইবার বিক্রির অভিযোগে প্রতারক মজিবরের বিরুদ্ধে আদালতে মামলা॥সমন জারি
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৫-১৫ ১৫:৩৮:৪৪

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামে একই জমি দু’জনের নিকট বিক্রির অভিযোগে উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।

 এ অভিযোগে প্রতারক মজিবর রহমান শিকদারের বিরুদ্ধে ভূক্তভোগী শাহেদ কবীর বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ ১নং জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেছে।  

 অভিযুক্ত মজিবর রহমান শিকদার আলীপুর ইউনিয়নের ইন্দ্র নারায়নপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। ।ভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেছে। 

 মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী শহরের লক্ষীকোল ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নুরুল্লাহেল বাকীর ছেলে শাহেদ কবীর একটি বেসরকারী চাকুরী করেন। তার স্ত্রী মোছাঃ শাবনুর সুলতানা শম্পার সাথে আলীপুর ইউনিয়নের ইন্দ্র নারায়নপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মজিবর রহমান শিকদার পূর্ব পরিচিত। মজিবর রহমান তার স্বত্বদখলীয় আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর মৌজায় ২১ শতাংশ জমি বিক্রি করতে চায়। এরপর গত ২০২৩ সালের ২৭শে জুলাই মামলার বাদী শাহেদ কবীর ও তার স্ত্রী মোছাঃ শাবনুর সুলতানা শম্পার জমি ক্রয়ের জন্য আলোচনা করে ১৪ লক্ষ টাকা আসামী মজিবর রহমানকে দিয়ে রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে সাব-রেজিস্ট্রারের সামনে সাব কাবলা দলিল সম্পাদন করেন। 

 জমি ক্রয়ের পর মামলার শাহেদ কবীর ও স্ত্রী মোছাঃ শাবনুর সুলতানা শম্পা তাদের ভোগ দখলে থাকা অবস্থায় আসামী মজিবর রহমান তাদেরকে জমি ছেড়ে চলে যেতে বলেন। এ সময় আসামী মজিবর রহমান জানান যে, তাদের নিকট জমি বিক্রির পূর্বে অপর এক ব্যক্তির নিকট তিনি জমি বিক্রি করে দিয়েছেন। এরপর মামলার শাহেদ কবীর রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিয়ে দেখেন গত ২০০৯ সালের ২০শে ডিসেম্বর দলিল মুলে জমির মালিক মজিবর রহমান অপর এক ব্যক্তির নিকট সাব কবলা করে জমি বিক্রি করেছেন। এ বিষয়টি মজিবরের কাছে জানতে চাইলে তিনি গত ২০২৩ সালের ৮ই আগস্ট তারিখে মামলার শাহেদ কবীরেরস নিকট হতে আরো নগদ সাড়ে ৪লক্ষ টাকা গ্রহণ করেন। এরপর পূর্বের জমি ক্রেতাকে দিয়ে গত ২০২৩ সালের ২৭শে আগস্ট জমি রেজিস্ট্রি করে দিবেন এবং দিতে না পারলে নগদ ১৮লক্ষ ৫০ হাজার টাকা ফেরত দিবেন বলে অঙ্গীকার নামা করেন। কিন্তু নির্দিষ্ট সময় পাড় হয়ে গেলেও জমি রেজিস্ট্রি না করে দিয়ে মামলার শাহেদ কবীর ও তার স্ত্রীকে ঘুরাতে থাকে এবং এক পর্যায়ে জানায় কোন টাকা ফেরত দেয়া হবে না। 

 ভূক্তভোগী শাহেদ কবীর বলেন, এ প্রেক্ষিতে উপায়ান্ত না পেয়ে গত ১৭ই এপ্রিল তিনি রাজবাড়ীর ১নং আমলী আদালতে দন্ড বিধি ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামী মোঃ মজিবর রহমান শিকদারের বিরুদ্ধে আদালত সমন জারির আদেশ দিয়েছেন। 

 আদালতে শাহেদ কবীরের বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ কে এ বারী।

 

রাজবাড়ীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
 রাজবাড়ীতে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে এসপি’র মতবিনিময় সভা
খানগঞ্জে ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের বিশেষ কর্মী সভা
সর্বশেষ সংবাদ