ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
পাংশা উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-১৬ ১৫:২২:২০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ১৬ই মে সকালে “উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান।

 বক্তারা উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে সকলকে সচেতন হওয়ার গুরুত্বারোপ করেন। তারা বলেন, ক্ষতিকর রং, পিগমেন্ট ও প্রিজারভেটিভস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। খবরের কাগজ/ছাপা কাগজ/লিখিত কাগজে এসব থাকে। পুরনো কাগজে রোগসৃষ্টিকারী অণুজীবও থাকে। খবরের কাগজ/ছাপা কাগজ/লিখিত কাগজের ঠোঙায় বা উক্ত কাগজে মোড়ানো খাদ্য নিয়মিত খেলে মানবদেহে ক্যান্সার, হৃদরোগ ও কিডনীরোগসহ নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে। খবরের কাগজ/ ছাপা কাগজ/ লিখিত কাগজের মাধ্যমে ঝালমুড়ি, ফুচকা, সমুচা, রোল, সিঙ্গারা, পেঁয়াজু, জিলাপি, পরোটা প্রভৃতি পরিবেশন নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সভায় হোটেল-রেস্তোরা ও পথ খাবারে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, উপজেলা  সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আল আমীন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক মোঃ শফিকুল ইসলাম, আলী হোসেন বেকারীর মালিক মোঃ আবু সাঈদসহ পাংশা উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে পাংশা উপজেলা প্রশাসন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা বাস্তবায়নে সহযোগিতা করে।

 
 পাংশা উপজেলায় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ
গোয়ালন্দে আওয়ামী লীগের লিফলেট বিতরণের  প্রতিবাদে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
গোয়ালন্দে দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ