ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-১৭ ১৫:৫৫:০২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে গতকাল ১৭ই মে সকালে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার অতুর, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরঝিকড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূরুল ইসলাম।

 পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কাদের মাসুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক ও ওলামা লীগের সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম সরোয়ার, কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার), পাংশা পৌর যুবলীগের সাবেক আহবায়ক গোবিন্দ দত্ত, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সোরাফ মন্ডল, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খোন্দকার মাহবুব হোসেন রিপন, পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ