ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন বালিয়াকান্দির কৃষি অফিসার রফিকুল
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৬-০১ ১৪:১৬:০০

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম ফরিদপুর অঞ্চলের সেরা কৃষি অফিসার জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

 জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামকে পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারে জন্য নির্বাচিতরা উপহার হিসেবে পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ।

 এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, কৃষকরা যেনো সঠিক ভাবে তাদের কাঙ্খিত সেবা পায়, বৈশ্বিক আবহাওয়ার সাথে কৃষিকে খাপখাওয়াতে পারে এবং ভরণপোষণের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এবং মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকেও তাদের উপর অর্পিত দায়িত্ব যেনো দক্ষতা ও সততার সাথে সঠিকভাবে পালন করতে পারি তা নিশ্চিত করতে মাঠে মাঠে কৃষকদের বাড়িতে ছুটে চলি। এ পুরস্কার আমার কাজের গতিতে আরো অনুপ্রেরণা জোগাবে।

 
 রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় জোহরবারু এলাকায় দুর্ঘটনায় বসন্তপুরের নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লা নিহত
বড় ভাই খায়রুর ৪৪তম মৃত্যু বার্ষিকীতে  কবর জিয়ারতে সাবেক এমপি খৈয়ম
সর্বশেষ সংবাদ