ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
মালয়েশিয়ায় জোহরবারু এলাকায় দুর্ঘটনায় বসন্তপুরের নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লা নিহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-০৮ ১৬:০৭:৫৮

মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে বিল্লাল মোল্লা(২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
 গতকাল ৮ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার জোহরবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 নিহত বিল্লাল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। তার ঐশী ইসলাম নামে চার বছর বয়সি এক মেয়ে রয়েছে।
 বিলাপ করতে করতে বিল্লালের স্ত্রী ইয়াসমিন খাতুন বলেন, আমার স্বামী ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় যান। সেখানে জোহরবারু এলাকায় তিনি কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি আমার ও মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেছেন। এরপর সন্ধ্যা ৭টা ২৬মিনিটে তার বন্ধু মামুন আমাকে ফোন করে জানায় তিনি আর বেঁচে নেই।
 বিল্লালের বাবা জব্বার মোল্লা জানান, আমার ছেলের বন্ধু আমাদের কাছে ছবি ও ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আমার ছেলে ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ক্রেন থেকে কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে ভারি বালতির নিচে চাপা পড়ে মারা গেছে। আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে দাবি আমার ছেলের লাশটি যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।
 স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল সরকার বলেন, বিল্লাল খুব ভালো ছেলে। সে এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পরে জীবিকার তাগিদে সে মালয়েশিয়ায় পাড়ি জমায়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

 রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় জোহরবারু এলাকায় দুর্ঘটনায় বসন্তপুরের নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লা নিহত
বড় ভাই খায়রুর ৪৪তম মৃত্যু বার্ষিকীতে  কবর জিয়ারতে সাবেক এমপি খৈয়ম
সর্বশেষ সংবাদ