রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে গত ২রা জুন মধ্য রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হৃদয় শেখ(২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
মৃত হৃদয় শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, মৃত হৃদয় শেখ দুইটি বিয়ে করেছিলো এবং দুই স্ত্রীর সাথে তার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সকলের অজান্তে তার মায়ের ব্যবহারিত ওড়না দিয়া সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
হৃদয় তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে সেটা যতবারই মনে পড়েনা কেন ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর আমার জীবন দুঃখে ভরা,ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষ গুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারেনা সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ায় মানুষগুলো বড়ই সত্যি স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পিছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়ায় ভালো থাকুক সবাই।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি ছেলেটি দুইটি বিয়ে করেছিলো। কিন্তু তার দুই বউ চলে গেছে। এজন্য সে মানুষিক ভাবে ভেঙে পড়েছিল। একারণেই সে আত্মহত্যা করেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।