ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-০৪ ০৪:৫৩:৫৭

 কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল ৩রা জুন সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

 প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

 উদ্বোধন ও আলোচনা সভা শেষে কৃষি মেলায় অংশগ্রহণ ও কৃষিতে সফল হওয়ায় তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ হুমায়ুন আহম্মেদ ও ভার্মি কম্পোস্ট সার তৈরিতে জাসমা আক্তারকে সনদপত্র প্রদান করা হয়।

 অনুষ্ঠানে প্রধান আতথি রাজবাড়ী-১ সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আধুনিক প্রযুক্তিতে চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানাই। কৃষিতে সরকারের সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমূল্যে কৃষি উপকরণ বীজ, সার, কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন সুযোগ সুবিধা সঠিক সময়ে পৌছে দিচ্ছে এবং সমবন্টন করছে। যে কারণে কৃষিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ।

 পরে মেলায় অংশ নেওয়া ৯টি স্টল অনুষ্ঠানের অতিথিবৃন্দরা পরিদর্শন করেন। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ